নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, রাশিয়ান বাহিনীর হামলায় কিয়েভে ৩ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। এই খবরটি নিশ্চিত করেছে শহরের প্রসিকিউটরের কার্যালয়।
/anm-bengali/media/media_files/2025/01/26/rujIDYKMOpl7cCIb09Gb.jpg)
নিহতদের মধ্যে ৮০ বছর বয়সী এক মহিলা রয়েছেন, যিনি ডিনিপ্রোভস্কি জেলার বাসিন্দা। এছাড়া ৩৫ বছর বয়সী এক পুরুষ এবং তার ৫ বছর বয়সী মেয়ে নিহত হয়েছেন, যারা হলোসিভস্কি জেলার একটি অস্থায়ী ভবনে আগুনে পুড়ে মারা যায়। এছাড়া, আহত হয়েছে শিশুটির ২৬ বছর বয়সী মা ও ২৯ বছর বয়সী এক ব্যক্তি, যিনি ইউএভি ধ্বংসাবশেষে আহত হয়েছেন।