নিজস্ব সংবাদদাতা: ফ্রান্সের রাজনীতিতে তোলপাড় পরিস্থিতি রয়েছেই। তবে এবার ফ্রান্সের বিভক্ত পার্লামেন্ট রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁর দলের মধ্যপন্থী সদস্যকে স্পিকার হিসেবে নিয়োগ করেছে। ফ্রান্স পার্লামেন্টের নয়া স্পিকার হয়েছেন ইয়াল ব্রাউন-পিভেট।
২০২২ সাল থেকে জাতীয় পরিষদের প্রধান ছিলেন এবং তিনি সংসদের নিম্নকক্ষে তিন দফা ভোটের পরে বৃহস্পতিবার তার পদ অর্জন করেছেন। জানা যাচ্ছে, তিনি ২২০ টি ভোট পেয়েছেন। তার প্রতিপক্ষ কমিউনিস্ট আইন প্রণেতা আন্দ্রে চাসাইগনে ২০৭ টি ভোট পেয়েছেন।