নিজস্ব সংবাদদাতা: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ৬০ সেন্টিমিটার লম্বা ও ৫০০ বছরের পুরানো তিরুমানকাই আলভারের ব্রোঞ্জ মূর্তি ভারতে ফেরত দিতে সম্মত হয়েছে। থিরুমংগাই আলভার একজন ভারতীয় সন্ন্যাসী ছিলেন। তামিলনাড়ুর একটি মন্দির থেকে থিরুমংগাই আলভারের ব্রোঞ্জ ভাস্কর্যটি লুট করা হয়েছিল। থিরুমংগাই আলভার ছিলেন দক্ষিণ ভারতের ১২ জন আলভার সাধকের মধ্যে শেষ। আলভার সাধুরা হিন্দু ধর্মের বৈষ্ণব ঐতিহ্যের মধ্যে ভগবান বিষ্ণুর প্রতি তাদের ভক্তির জন্য পরিচিত।
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)