নিজস্ব সংবাদদাতা: রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে। এই পরিস্থিতিতে এবার স্লোভাক প্রধানমন্ত্রী ফিকো "আগামী কয়েক দিনের মধ্যে" জেলেনস্কির সাথে দেখা করতে চান। "আমরা বৈঠকের জন্য অন্য তারিখ খুঁজছি, এটি আগামী কয়েক দিনের মধ্যে হবে", - ফিকো বলেছেন।
যুদ্ধময় পরিস্থিতিতে এই বৈঠক গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।