নিজস্ব সংবাদদাতা: চার দিনের দাঙ্গায় গ্রেফতারের সংখ্যা হাজার ছুঁই ছুঁই। ফ্রান্সের বিক্ষোভ ক্রমেই দাঙ্গার চেহারা নিচ্ছে। কিশোরের মৃত্যুর পর থেকেই ফ্রান্সের বড় থেকে ছোট, প্রায় সব শহরেই শুরু হয়েছে বিক্ষোভ। কিছু জায়গায় আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে যে, ফ্রান্স জুড়ে প্রায় এক হাজার জনকে গ্রেফতার করা হয়েছে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন শনিবার সকালে জানান, দেশব্যাপী বিক্ষোভ চতুর্থ দিনে পৌঁছেছে। এর মধ্যেই ৯৯৪ জন গ্রেফতার হয়েছে। জখম হয়েছেন ৭৯ জন।