উত্তরাখণ্ডে নামলো তুষারধস, আটকে কমপক্ষে ৫৭ জন শ্রমিক, যার মধ্যে উদ্ধার ১০ জন

ঘটনাটি ঘটেছে মানা গ্রামের কাছে বিআরও ক্যাম্পের ঠিক সামনে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Avalanche-Buries-57-in-Uttarakhands-Chamoli-Rescue-Efforts-Underway

File Picture

নিজস্ব সংবাদদাতা: তুষার শুভ্র উত্তরাখণ্ডে বিপদের ঘণ্টা বাজল এবার। চামোলিতে নামল তুষারধস! শুক্রবার উত্তরাখণ্ডের চামোলি জেলায় আচমকায় নামে তুষারধস। যা জানা যাচ্ছে, সেই তুষারধসে কমপক্ষে ৫৭ জন শ্রমিক আটকা পড়েছেন। তুষারধসের কারণে ক্ষতিগ্রস্ত এলাকার রাস্তাও বন্ধ রয়েছে। 

ঘটনাটি ঘটেছে মানা গ্রামের কাছে। যেখানে বিআরও ক্যাম্পের কাছে তুষারধস নামে। আটকে পড়াদের সবাই নির্মাণ শ্রমিক বলে জানা যাচ্ছে, যারা রাস্তা নির্মাণের কাজে যুক্ত ছিলেন।

avalanche

চামোলির জেলা ম্যাজিস্ট্রেট সন্দীপ তিওয়ারি নিশ্চিত করেছেন যে ৫৭ জন তুষারের নিচে আটকা পড়েছেন। এদের মধ্যে ১০ জনকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় সেনা ক্যাম্পে পাঠানো হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। ইতিমধ্যেই ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (আইটিবিপি) ও সেনাবাহিনী উদ্ধার কাজে হাত লাগিয়েছে। তবে তুষারধসের কারণে রাস্তা বন্ধ থাকায় স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ)-এর দল ঘটনাস্থলে পৌঁছাতে হিমশিম খাচ্ছে। প্রতি পদে পদে বাধার সম্মুখীন হচ্ছে তারা। 

সরকারি সূত্র জানিয়েছে, হাজারও বাধার মধ্যেও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। আপাতত, শ্রমিকদের নিরাপদে উদ্ধার করাটাই সকলের লক্ষ্য বলে জানা যাচ্ছে।