নিজস্ব সংবাদদাতা : আজ শুক্রবার উত্তরাখণ্ডের চামোলি জেলায় হঠাৎ করেই নেমে আসে তুষারধস। যারফলে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় উত্তরাখণ্ডের চামোলি জেলা। এই তুষারধসের ফলে সেখানে আটকে পড়েন বেশকিছু শ্রমিক। আর এবার এই শ্রমিকদের উদ্ধারকাজ সম্পর্কে বড় আপডেট দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি বলেন, "খারাপ আবহাওয়ার কারণে এই মুহূর্তে হেলিকপ্টার পরিষেবা ব্যবহার করা সম্ভব হচ্ছে না। তবে আমরা শ্রমিকদের উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে।"