নিজস্ব সংবাদদাতা: মালদার মানিকচকে রাজ্য সরকারি প্রকল্পে বাড়ির জন্য বরাদ্দ টাকা পেতে এবার উপভোক্তার থেকে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল দুই সরকারি কর্মীর বিরুদ্ধে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টাকা চাওয়ার ভিডিও ক্লিপ। ঘটনায় মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি অভিযুক্ত সামিউল হক ও পঞ্চায়েত কর্মী কৃষ্ণ মণ্ডলের বিরুদ্ধে মানিকচকের বিডিওকে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগকারিণী সোনিয়া মণ্ডলের দাবি, 'বাংলার বাড়ি'র কিস্তির টাকা পেতে বৃহস্পতিবার তাঁর বাড়িতে এসে ১৫ হাজার টাকা কাটমানি চান মথুরাপুর পঞ্চায়েতের কর্মী কৃষ্ণ মণ্ডল। রাজি না হলে টাকা মিলবে না বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সেই সময় গোটা ঘটনার ভিডিও, ক্যামেরা বন্দি হয়েছে। যদিও টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দুই সরকারি কর্মী। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলাশাসক।