নিজস্ব সংবাদদাতা : গত শুক্রবার মায়ানমারে ঘটে যাওয়া ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের প্রভাবে, ইতিমধ্যেই মায়ানমারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৬০০-র কাছাকাছি, এই ভূমিকম্পের প্রভাবে আহত হয়েছেন প্রায় ৩,৪০৮ জন। আজ মায়ানমারের সেনা সরকারের (জান্তা সরকার) তথ্য বিভাগ এই তথ্য জানিয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ১৩৯ জন মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।
/anm-bengali/media/media_files/2025/03/29/mfNIRBXPSckl5IK8QYEi.jpeg)
ভূতত্ত্ববিদদের মতে, এটি মায়ানমারের কয়েক দশকের ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প। এই ভূমিকম্পের কম্পন মূল এপিসেন্টার থেকে কয়েকশো কিলোমিটার দূরে অবস্থিত থাইল্যান্ডের ব্যাংকক পর্যন্তও ছড়িয়ে পরে, যারফলে মায়ানমারের সাথে সাথে ব্যাংককও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।