নিজস্ব সংবাদদাতা: আমেরিকার সংবাদের শিরোনামে এখন একটাই নাম ফরহাদ শাকেরি। তিনি ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টার অভিযোগে অভিযুক্ত। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক ভোটে জয়ী হয়েছেন। তারপরেই সংবাদের শিরোনামে যোগ হয়েছে ফরহাদ শাকেরি নাম।
ম্যানহাটনের ফেডারেল আদালতে দায়ের করা একটি ফৌজদারি অভিযোগে বলা হয়েছে, ইরানের আধাসামরিক বিপ্লবী গার্ডের অজ্ঞাতনামা এক কর্মকর্তা গত সেপ্টেম্বরে ট্রাম্পের উপর নজরদারি চালানোর দায়িত্ব দেন ফারহাদ শাকেরিকে। শুধু তাই নয়, সাত দিনের মধ্যে হত্যার পরিকল্পনা করতেও বলেছিলেন। বলে দিয়েছিলেন, সুযোগ মতো ট্রাম্পকে হত্যা করতে হবে।
সেই মতো ফারহাদ শাকেরি ট্রাম্পের উপর নজরদারি চালান। তবে হত্যার পরিকল্পনা করতে পারেননি। ট্রাম্পকে হত্যার পরিকল্পনা সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়। কারণ, ধারণা ছিল, প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হেরে যাবেন। তারপর হত্যার পরিকল্পনা করা হবে। ফৌজদারি আদালতে এ খবর প্রকাশ্যে আসতেই নতুন করে ইরানের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল।