হনুমান জয়ন্তীতে বিশেষ সাজে মহাকাল- পুণ্যার্থীদের জন্য বিশেষ আরতি, মহাকালের আশীর্বাদ পেতে দেখুন এই আরতি
এই তিন রাশির জীবনে আসতে চলেছে বিপুল টাকা ! দেখে নিন আজকের রাশিফল
স্বাস্থ্যের প্রতি নজর দিন এই তিন রাশির জাতকরা ! দেখে নিন আজকের রাশিফল
জোর বিবাদে জড়িয়ে পড়তে পারেন এই তিন রাশির জাতকরা ! দেখে নিন আজকের রাশিফল
কেমন কাটবে আজকের দিনটি মকর, কুম্ভ, আর মীন রাশির জাতকদের ? দেখে নিন আজকের রাশিফল
পুরীতে শাহী যাত্রায় অংশগ্রহণ করলেন ধর্মেন্দ্র প্রধান ! কি বললেন তিনি ?
পাল্টা প্রতিক্রিয়া দেখালে ফল ভালো হবে না ! আশাবাদী হয়েও চীনকে সতর্ক করলো আমেরিকা
ফোনে বোম রাখার হুমকি ! কিছুক্ষন পরেই তীব্র বিস্ফোরণ এথেন্সে
আসাম পারলে বাংলা পারছে না কেন ? বড় প্রশ্ন তুললেন অমিত মালব্য

হিযবুত তাহ্‌রীরের মিছিলকে ঘিরে ধুন্ধুমার ঢাকায়

হিযবুত তাহ্‌রীরের মিছিল থেকে কয়েকজনকে আটক করতেও দেখা যায়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-03-07 at 17.20.25

File Picture

নিজস্ব সংবাদদাতা: ঢাকায় নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্র। পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ আন্দোলনকারীদের ওপর। গ্রেফতার একাধিক।

ঢাকার বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর খিলাফা কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীর। শুক্রবার জুমার নামাজের পর এই মিছিল শুরু হয়। মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে এলে পুলিশের বাধার মুখে পড়ে। তবে তার আগে প্রায় ১৫ মিনিট নির্বিঘ্নে মিছিল করে নিষিদ্ধ এই সংগঠন। পরে অবশ্য পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে এক দফা ছত্রভঙ্গ হয়ে যায় হিযবুত তাহ্‌রীরের কর্মীরা। পরে আবার একত্রিত হয়ে মিছিল শুরু করার চেষ্টা চালায় তারা। 

WhatsApp Image 2025-03-07 at 17.20.26 (1)

তখন আবারও কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসময় হিযবুত তাহ্‌রীরের কর্মীদেরও ইট পাটকেল ছুঁড়তে দেখা গেছে। মিছিল থেকে কয়েকজনকে আটক করতেও দেখা যায়।

এদিকে মিছিলের কারণে পল্টন-বায়তুল মোকাররম এলাকায় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে গাড়ির দীর্ঘ যানজট পড়ে যায় রাস্তায়। এর আগে শুক্রবার সকালে এক বার্তায় পুলিশ সদরদপ্তর জানায়, হিযবুত তাহ্‌রীরের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। বার্তায় আরও বলা হয়, হিযবুত তাহ্‌রীরে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। হিযবুত তাহ্‌রীরের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ বা প্রচারের যেকোনো প্রচেষ্টা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

WhatsApp Image 2025-03-07 at 17.20.26