নিজস্ব সংবাদদাতা : বিশ্বখ্যাত উদ্যোক্তা ও প্রযুক্তিবিদ ইলন মাস্ক আজ প্রথমবারের মতো মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CIA) সফর করছেন। জাতীয় গোয়েন্দা পরিচালক (DNI) জন র্যাটক্লিফের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। সিআইএ সদর দপ্তরে মাস্কের এই সফর মূলত প্রযুক্তি ও গোয়েন্দা মিশনের অগ্রগতি নিয়ে আলোচনা কেন্দ্রিক হবে। শুক্রবার সিআইএ কর্মীদের এক বৈঠকে র্যাটক্লিফ এই সফরের ঘোষণা দেন।
/anm-bengali/media/media_files/T0KFCk8tUdlS8uAYtqVf.jpg)
র্যাটক্লিফ জানিয়েছেন, তিনি মাস্কের সঙ্গে প্রযুক্তির ভবিষ্যৎ ও জাতীয় নিরাপত্তায় তার ভূমিকা নিয়ে কথা বলতে চান। তবে তিনি স্পষ্ট করেছেন যে মাস্কের সরকারি গোয়েন্দা বিভাগের ওপর কোনো সরাসরি প্রভাব নেই।এদিকে, সিআইএ কর্মীদের মধ্যে এ সফর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এটিকে সাধারণ ঘটনা বলেই মনে করছেন। তবে প্রযুক্তির সঙ্গে জাতীয় নিরাপত্তার সংযোগ বাড়তে থাকায় এই বৈঠক গুরুত্বপূর্ণ হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
/anm-bengali/media/media_files/9f21uSA9MI7rjluZRppZ.jpg)
এর আগে মাস্ক চলতি মাসেই পেন্টাগন সফর করেছেন। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ফেডারেল সরকারের পুনর্গঠনের একটি প্রচেষ্টার সঙ্গেও যুক্ত ছিলেন। মাস্কের এই সফর ভবিষ্যতে প্রযুক্তি ও জাতীয় নিরাপত্তার মধ্যে নতুন দিক উন্মোচন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।