নিজস্ব সংবাদদাতা: ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ নিয়ে রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বড় দাবি করেন। তিনি বলেছেন, "আমরা এই বিলের মধ্যে আপিলের অধিকার অন্তর্ভুক্ত করেছি। যদি আপনি ট্রাইব্যুনালে আপনার অধিকার না পান, তাহলে আপনি এই আপিলের অধিকারের অধীনে আদালতে আবেদন করতে পারেন"।
/anm-bengali/media/media_files/j9tEyaBZ76GKvvwV6wgK.jpg)