শুল্কের বোঝা কার কাঁধে? ট্রাম্পের নীতিতে কী বললেন উরসুলা ভন ডার লায়েন? জানুন

নতুন শুল্ক নীতির ফলে সাধারণ মানুষের উপর বাড়তি চাপ আসবে, বলছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। ক্ষতিগ্রস্ত হতে পারে ছোট ব্যবসাগুলোও।

author-image
Debapriya Sarkar
আপডেট করা হয়েছে
New Update
Ursula

নিজস্ব সংবাদদাতা : মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির ফলে সাধারণ ভোক্তা ও ব্যবসায়ীদের ওপর ব্যাপক প্রভাব পড়বে বলে সতর্ক করলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন। তিনি বলেন, এই শুল্কের বোঝা শেষ পর্যন্ত জনগণকেই বহন করতে হবে, যা বিশেষভাবে নিম্নবিত্তদের জন্য ক্ষতিকর হতে পারে।

publive-image

ভন ডার লায়েন জানান, বড়-বড় সংস্থা থেকে ছোট ব্যবসা—সবাই এই শুল্কের কারণে ক্ষতির সম্মুখীন হবে। তিনি শুল্কের এই "অগোছালো" নীতির সমালোচনা করে বলেন, এর ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দীর্ঘদিনের মৈত্রীপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরো বলেন যে, "যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসার খরচ বহুগুণ বেড়ে যাবে।"

Tariffs

উল্লেখ্য, ট্রাম্পের এই শুল্ক সব বড় বাণিজ্যিক অংশীদারদের ওপর একসঙ্গে আরোপ করায় গোটা পরিস্থিতি আরও জটিল ও বিশৃঙ্খল হয়ে উঠছে।বিশ্লেষকদের মতে, এই নতুন শুল্ক নীতি বিশ্ববাণিজ্যে অস্থিরতা তৈরি করতে পারে এবং আমদানি-নির্ভর বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা বাড়িয়ে তুলেছে।