নিজস্ব সংবাদদাতা: খারকিভে, একটি শত্রু ইউএভি রাস্তার উপর এসে পড়ে। ফলে তিনজন আহত হয়েছে। শহরের মেয়র তেরেখভ এই বিষয়ে জানিয়েছে। ঘটনায় আতঙ্ক বিরাজ করছে।