নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে টেকনাফ নদীর মোহনা থেকে ২০ জন মৎস্যজীবীকে ধরে নিয়ে গেছে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এসময় তারা মাছ ধরার ১৫টি বোট নিয়ে গেছে। বাংলাদেশে শাহপরীর দ্বীপের ২০ জন মৎস্যজীবীকে অস্ত্রের মুখে বন্দী করে রেখেছে আরাকান আর্মি। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী।
বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কাছ থেকে ২০ জন বাংলাদেশি মৎস্যজীবীর মুক্তির বিষয়ে আলোচনার জন্য মায়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে বিজিবি এবং তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ।
এর আগে গত ৯ অক্টোবর সেন্টমার্টিন দ্বীপের কাছে বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশ থেকে ৫৮ মৎস্যজীবীকে ধরে নিয়ে যায় মায়ানমারের নৌবাহিনী। পরের দিন মায়ানমার কর্তৃপক্ষ নিহত একজনের দেহ সহ দুটি পৃথক দলে মৎস্যজীবীদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়। আর এবার ফের ঘটলো একই ঘটনার পুনরাবৃত্তি।