Sashi Tarur: কর্মসংস্থান তৈরির উদ্যোগ কই? বাজেটের পর কেন্দ্রকে তোপ শশী তারুরের

'নতুন কর্মসংস্থান তৈরির উদ্যোগ কোথায়?' বাজেটের পর কেন্দ্রকে প্রশ্ন শশী তারুরের। মধ্যবিত্তের উপর থেকে করের বোঝা কিছুটা কমিয়েছে মোদি সরকার। চাকুরিজীবীরা আয়করে পেয়েছেন মোটা ছাড়।

author-image
Jaita Chowdhury
New Update
Shashi-Tharoor-1

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: 'নতুন কর্মসংস্থান তৈরির উদ্যোগ কোথায়?' বাজেটের পর কেন্দ্রকে প্রশ্ন শশী তারুরের। মধ্যবিত্তের উপর থেকে করের বোঝা কিছুটা কমিয়েছে মোদি সরকার। চাকুরিজীবীরা আয়করে পেয়েছেন মোটা ছাড়। কিন্তু, নয়া কর্মসংস্থান তৈরির উদ্যোগী নয় সরকার? প্রশ্ন তারুরের।