নিজস্ব সংবাদদাতাঃ সিএএ-র অধীনে নাগরিকত্ব শংসাপত্র বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “সিএএ শুধু মানুষকে নাগরিকত্ব দেওয়ার জন্য নয়, লক্ষ লক্ষ মানুষের ন্যায়বিচার ও অধিকার দেওয়ার জন্যও।
কংগ্রেস ও তার সহযোগীদের তোষণের রাজনীতির কারণে ১৯৪৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত আশ্রয়প্রার্থীরা ন্যায়বিচার পাননি। তারা হিন্দু, বৌদ্ধ, শিখ বা জৈন হওয়ার কারণে প্রতিবেশী দেশে নির্যাতিত হয়েছিল, কিন্তু তারা তাদের নিজের দেশেও নির্যাতিত হয়েছিল। ইন্ডি অ্যালায়েন্সের তোষণের রাজনীতি তাদের ন্যায়বিচার দেয়নি। প্রধানমন্ত্রী মোদী তাঁদের ন্যায়বিচার দিয়েছেন।”
#WATCH | Ahmedabad, Gujarat: At the citizenship certificate distribution program under CAA, Union Home Minister Amit Shah says, "... CAA is not just for giving citizenship to people, it is also to give justice and rights to lakhs of people. Because of the appeasement politics of… pic.twitter.com/WuYZPusoJs