নিজস্ব সংবাদদাতা: রাম নবমীতে কলকাতায় পুলিশের কড়া নিরাপত্তা। কলকাতায় দায়িত্বে ৬ জন অতিরিক্ত পুলিশ কমিশনার। কলকাতায় দায়িত্বে ৫ জন যুগ্ম পুলিশ কমিশনার। বহুতল থেকে চলছে নজরদারি। শহরজুড়ে ১৬ টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড মোতায়েন করা হয়েছে। ড্রোন উড়িয়ে নজরদারি পুলিশের। এছাড়াও ২৩০ টি পুলিশ পিকেট রয়েছে। এছাড়াও ৫ টি বড় শোভাযাত্রায় বিশেষ নজরদারি চালানো হবে।