শীর্ষে ভারতঃ লর্ড রামিন্দর রেঞ্জার

প্রগতি ময়দানের ভারত মন্ডপে জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীসহ বিশ্বের অনেক নেতা অংশ নিচ্ছেন।

author-image
SWETA MITRA
New Update
g1.jpg

 

নিজস্ব প্রতিনিধি: গোটা বিশ্বের নজর রয়েছে ভারতের ওপর। চাঁদের হাট বসেছে ভারতের তরফে দিল্লিতে অনুষ্ঠিত জি ২০ বৈঠকে (G20 Summit)।

g2 .jpg

ভারতের একটি শক্তিশালী অর্থনীতি এবং একটি স্থিতিশীল আইন ও শৃঙ্খলা রয়েছে। দেশটি বর্তমান সময়ে সংস্কৃতি, পর্যটন, জাতি এবং ধর্মের বৈচিত্র্যের মধ্যে তার ঐক্য প্রদর্শন করছে গোটা বিশ্বের কাছে।

g4.jpg

জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে যুক্তরাজ্যের টরি সাংসদ লর্ড রামিন্দর রেঞ্জার এএনএম নিউজকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেন, ‘ভারত ও যুক্তরাজ্য অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে এবং ভবিষ্যতে আরও উন্নত বিশ্ব নিশ্চিত করবে।‘

g3.jpg

সাংসদ রেঞ্জার আরও বলেন, জি-২০ শীর্ষ সম্মেলনের মাধ্যমে ভারত নেতৃত্ব নিয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'সবকা সাথ সবকা বিকাশ' স্লোগান সারা বিশ্বে প্রতিধ্বনিত হচ্ছে।