নিজস্ব সংবাদদাতা : আজ ওয়াকফ সংশোধনী বিলকে "ঐতিহাসিক" আখ্যা দিলেন দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা। তিনি বলেন, "এই বিল দরিদ্র মুসলিম পরিবারগুলির জন্য খুবই উপকারী হবে। আমাদের প্রধানমন্ত্রী সবসময় সমাজের শেষ ব্যক্তিটির কথাও চিন্তা করেন এবং এই বিলটি তারই একটি উদ্যোগ।"
/anm-bengali/media/media_files/7KLJy6YwIzyBpxFaqOyQ.jpg)
এছাড়া তিনি বলেন, ''ওয়াকফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে যে অনিয়ম চলছিল, এই বিল তার সমাধান করবে।''