কিছু গোপন করার জন্যই অভিযুক্তকে এনকাউন্টার করা হয়েছে! বদলাপুর ধর্ষণ কাণ্ডে এনকাউন্টারে ক্ষুব্ধ শিবেসনা

বদলাপুরের অভিযুক্তকে এনকাউন্টার নিয়ে প্রশ্ন তোলেন শিবসেনা সাংসদ।

author-image
Tamalika Chakraborty
New Update
priyanka chaturvwedui1.jpg

নিজস্ব সংবাদদাতা: বদলাপুরের ঘটনা প্রসঙ্গে শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, "অভিযুক্তদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত ছিল, কিন্তু তারা যা করেছে, তাতে দেখা যাচ্ছে যে এত কিছু লুকানোর চেষ্টা করা হচ্ছে। এমন একজন ব্যক্তি যিনি অপরাধ করেছেন সে সম্পর্কে আমার কিছু বলার নেই। নারীর বিরুদ্ধে অপরাধ কিন্তু প্রশ্ন হচ্ছে, তারা কি কিছু লুকানোর চেষ্টা করছিল? তারা কাকে বাঁচাতে চাইছিল?"

priyanka chaturvedi ui.jpg

বদলাপুরে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে অক্ষয় শিন্ডের বিরুদ্ধে। পুলিশ তাঁকে গ্রেফতার করে। অভিযুক্ত জেল হেফাজতে ছিল। কিন্তু সোমবার তাঁর স্ত্রী ফের একটি অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে পুনরায় অক্ষয় শিন্ডেকে পুলিশ নিজেদের হেফাজতে নেয়। জেল থেকে থানায় নিয়ে আসার সময় অভিযোগ ওঠে পুলিশের সার্ভিস রিলভার ছিনতাই করে তাদেরকে অক্ষয় শিন্ডে গুলি করে। পাল্টা পুলিশের গুলিতে অক্ষয় শিন্ডে গুরুতর আহত হন। হাসপাতালে ভর্তি করা হলে কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্তের মৃত্যু হয়। অক্ষয় শিন্ডের এনকাউন্টারের তদন্ত করতে ইতিমধ্যে বিশেষ তদন্তকারী দল তৈরি হয়েছে।