নিজস্ব সংবাদদাতাঃ সুপ্রিম কোর্টের আইনজীবীকে তলব করেছে সিবিআই। সিবিআই সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহাদরাইকে ‘ক্যাশ-ফর-কোয়ারী’ মামলার প্রাথমিক তদন্তের জন্য তলব করেছে। সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, সিবিআই জয় অনন্ত দেহাদরাইকে ২৫ জানুয়ারি ‘ক্যাশ-ফর-কোয়ারী’ মামলার প্রাথমিক তদন্তের জন্য সিবিআইয়ের সামনে হাজিরা দিতে বলেছে।
/anm-bengali/media/media_files/R6Cb5y3F5HPBoMzgvX7y.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)