কৃষকদের ১২০০০০ টাকা! জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

কোন প্রকল্পে দেওয়া হবে টাকা?

author-image
Anusmita Bhattacharya
New Update
money (1)n

নিজস্ব সংবাদদাতা: তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি বলেছেন, "এই নতুন বছরে, কৃষকদেরও একটি ভাল বছর হওয়া উচিত তাই সরকার তাদের সমর্থন করবে। কৃষির জন্য উপযুক্ত প্রতিটি জমিকে বছরে  ১২০০০০ টাকা দেওয়া হবে। প্রতি বছর  ১২০০০০ টাকা জমি দেওয়া হবে, এই প্রকল্পের নাম ইন্দিরাম্মা আত্মীয় ভরোসা স্কিম। অনেকের রেশন কার্ডের সমস্যা রয়েছে যাদের রেশন কার্ড নেই সেই সমস্ত লোককে নতুন রেশন কার্ড দেওয়া হবে। এই সমস্ত স্কিম ২৬শে জানুয়ারী শুরু হবে"।