রাম জন্মভূমির পর এবার মথুরা কৃষ্ণ জন্মভূমি মামলা ! ৮ই এপ্রিল সুপ্রিম কোর্টে বিশেষ শুনানি, দেখুন বড় খবর

কোন বিষয়কে কেন্দ্র করে এই বিশেষ শুনানি হবে সুপ্রিম কোর্টে ?

author-image
Debjit Biswas
New Update
ram mandir edit.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার মথুরা কৃষ্ণ জন্মভূমি বনাম শাহী ঈদগাহ বিরোধ মামলায়, একটি বিশেষ শুনানির দিন ধার্য করলো সুপ্রিম কোর্ট। আগামী ৮ই এপ্রিল এই মামলার শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। মূলত এলাহাবাদ হাই কোর্টের সেই আদেশকে চ্যালেঞ্জ করে এই মামলাটি করা হয়েছে, যার মাধ্যমে ASI ও কেন্দ্র সরকারকে এই মূল মামলার পক্ষভুক্ত করার অনুমতি দেওয়া হয়েছিল এলাহাবাদ হাই কোর্টের তরফ থেকে।

Supreme court

এলাহাবাদ হাই কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল মসজিদ কমিটির পক্ষ থেকে।