নিজস্ব সংবাদদাতা : সিবিআই তদন্তে যে অভয়ার পরিবার বিন্দুমাত্রও খুশি নয়, সে কথা কথা বারবার জানানোর চেষ্টা করা হয়েছে অভয়ার পরিবারের পক্ষ থেকে। অনেক রহস্য যে সিবিআই এখনও উন্মোচিত করতেই পারেনি, সে দাবিও বারবার তোলা হয়েছিল, অভয়ার পরিবারের তরফ থেকে। আর এবার অভয়ার পরিবারের এই সমস্ত দাবিকেই কার্যত মান্যতা দিল সুপ্রিম কোর্ট। আজ এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ এই মামলা শুনতে পারবে। অর্থাত সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।
/anm-bengali/media/media_files/9YlGMHZE5ssW1tGp3LSa.jpg)
এর পাশাপাশি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে অভয়ার বাবা-মা সিবিআই তদন্ত নিয়েও মাননীয় বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। সুপ্রিম কোর্টের এই রায়ে যথেষ্ট খুশি অভয়ার পরিবার।