নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ নয় মাস পর মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসছেন সুনীতা উইলিয়ামস। এই প্রসঙ্গে গুজরাটের পুরোহিত দীনেশ পাণ্ড্য বলেছেন, "আমরা সবাই খুব খুশি এবং আমরা গত নয় মাস ধরে তাঁর (নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস) জন্য প্রার্থনা করে আসছি। যখন তিনি প্রথমবার মহাকাশে গিয়েছিলেন, তখন তিনি তাঁর সাথে দোলা মাতার একটি ছবি তুলেছিলেন। যখনই তিনি ভারতে আসেন, তিনি অবশ্যই মন্দিরে যান।"
/anm-bengali/media/media_files/2025/03/16/Xf2wUwV12YysxoW4yoix.JPG)