নিজস্ব সংবাদদাতাঃ যুগান্তকারী আবিষ্কার করে সকলকে চমকে দিলেন ভারতীয় বিজ্ঞানীরা। এবার যে কোনও রোগ বা ভাইরাসের মোকাবিলা নিমেষে করা যাবে বলে খবর। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের (Indian Institute of Science) বিজ্ঞানীরা একটি আশাব্যঞ্জক ভ্যাকসিন তৈরি করেছেন যা কোভিড -১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে বিপ্লব ঘটাতে পারে। মলিকিউলার বায়োফিজিক্স ইউনিটের অধ্যাপক রাঘবন ভারদারাজনের নেতৃত্বে দলটি একটি তাপ-সহনশীল ভ্যাকসিন তৈরি করেছে যা কেবল সার্স-কোভ -২ (SARS-CoV-2) এর সমস্ত বর্তমান স্ট্রেনের বিরুদ্ধেই কার্যকর হবে না, বরং ভবিষ্যতের ভ্যারিয়েন্টগুলির বিরুদ্ধে লড়াই করার জন্যও দ্রুত অভিযোজিত হতে পারে।