নিজস্ব সংবাদদাতা: লালু যাদবকে ইডির সমন পাঠানোর বিষয়ে আরজেডি সাংসদ সঞ্জয় যাদব মুখ খুললেন। তিনি বলেছেন, "আমাদের জাতীয় সভাপতি লালু প্রসাদ দেশের অন্যতম শক্তিশালী নেতা এবং বিভিন্ন সংস্থা গত ৩০ বছরে বিভিন্ন শাসনামলে তাকে জিজ্ঞাসাবাদ করেছে, তল্লাশি চালিয়েছে। এই সমন প্রথমবার বা শেষবার আসেনি। ২০২৪ সালের জানুয়ারিতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়েছিল এবং এখন ২০২৫ সালের মার্চ মাসে তাকে ডাকা হয়েছে কারণ বিহারে (এই বছরের শেষের দিকে) নির্বাচন রয়েছে। আগামী ছয় মাস ধরে আপনি প্রতিদিন বিহার সম্পর্কে মশলা পাবেন। আরজেডি সভাপতি একজন আইন মেনে চলা নাগরিক এবং একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। যেখানেই তাকে এজেন্সি ডাকবে, তিনি উপস্থিত থাকবেন"।
/anm-bengali/media/post_attachments/web2images/521/2024/02/15/9499d8ed-a1f2-494d-8669-72151e726a54_1707995278253-423216.jpg)