নিজস্ব সংবাদদাতা : এবার আমেরিকার শুল্ক নীতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস বিধায়ক সচিন পাইলট। তিনি বলেন, "আমেরিকা একপ্রকার অর্থনৈতিক আক্রমণ চালিয়েছে ভারতের উপর। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যিনি আমেরিকার প্রেসিডেন্টকে নিজের বন্ধু বলতেন, আজ সেই বন্ধুত্বের ফল পাচ্ছেন এই শুল্ক নীতির মাধ্যমে, যা ভারতের অর্থনীতিকে ধ্বংস করতে পারে।''
/anm-bengali/media/media_files/EJ9OqIQJlx8ZMOXdPJ1i.jpg)
এরপর তিনি বলেন, '' লক্ষ লক্ষ মানুষের চাকরি যেতে পারে। বড় বড় দেশ এই নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে, কিন্তু ভারত এখনও নীরব।''