নিজস্ব সংবাদদাতা: রামলালার প্রতিষ্ঠা দিবসের দিন ভজন শুনিয়েছিলেন সুমধুর কণ্ঠে। আর এবার রাজনীতির ময়দানে তিনি নিজেই। লোকসভা নির্বাচনে বিজেপির বড় চমক।
/anm-bengali/media/media_files/M5rmQJQBhBFXmw98OmRx.jpeg)
বিজেপিতে যোগ দিলেন সঙ্গীত শিল্পী অনুরাধা পডওয়াল। আজই সাংবাদিক বৈঠক করে দিল্লির দলীয় কার্যালয় থেকে বিজেপিতে যোগ দিলেন তিনি। তাঁকে দলীয় পতাকা পড়িয়ে বরণ করিয়ে নেন দলের শীর্ষ নেতৃত্বরা। লোকসভায় কোনও একটি কেন্দ্র থেকে প্রার্থী হবেন অনুরাধা, এমনটাই মনে করা হচ্ছে।
/anm-bengali/media/media_files/T1TPE45EzsZAACgIYqxT.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)