নিজস্ব সংবাদদাতা: রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে অত্যন্ত বড় পদক্ষেপ নেওয়া হল। বেশ কিছু নিয়ম পালন না করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লাইসেন্স বাতিলের মত পদক্ষেপ নেয় মাঝে মাঝে। এবার আরও একটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল হল। জানা গেছে যে ব্যাঙ্কের কাছে মূলধন সেই অর্থে নেই। ইউনাইটেড ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল হয়ে গেল এবার। বুধবার সন্ধেবেলা থেকে কাজ আর করতে পারবে না ব্যাঙ্ক। এরই সাথে বর্তমান অর্থবর্ষে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঁচ সহকারী ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল। জুলাইয়েই বাতিল করা হয়েছে লাইসেন্স।