নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা ভোটে ইভিএম মেশিন হ্যাক হওয়ার বিষয়ে রাহুল গান্ধীকে কটাক্ষ করে বিজেপি নেতা সি আর কেসাভান বলেছেন, " রাহুল গান্ধী ইভিএম নিয়ে বিপজ্জনক, জঘন্য দাবী করেছেন। লোকসভা নির্বাচনে কংগ্রেস পার্টির পরাজয়ের জন্য দায়ী হল রাহুল গান্ধীর নিকৃষ্টমানের রাজনীতি। ভারতের জনগণ তাদেরকে পরপর ৩ বার প্রত্যাখ্যান করেছে। ''
/anm-bengali/media/post_attachments/9e5b3793ba75f65d27253a114904e619108df1956dc2211618db383cb6596036.jpg)

/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)