নিজস্ব সংবাদদাতাঃ আজ সকালে পুনে শহরের হিঞ্জেওয়াড়ি এলাকায় একটি মিনিবাসে আগুন লেগে ৪ জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, মিনিবাসটি চলার সময় হঠাৎ করে আগুন ধরে যায়। স্থানীয় দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। পিম্পরি চিঞ্চওয়াড় থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর কানহাইয়া থোরাট বলেন, "আগুনে ৪ জন যাত্রী নিহত হয়েছন ও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।" এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। পুলিশ তদন্ত করছে।
/anm-bengali/media/media_files/2024/11/29/1000113388.jpg)