নিজস্ব সংবাদদাতা: ঈদের দিনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে গেল উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশ নয়ডার সুরজপুরে একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেব এদিন দুপুরে। আর রাসায়নিক সরঞ্জাম থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। কালো ধোঁয়ায় ঢাকে নয়ডার আকাশ। এর পর দ্রুত খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। শেষ পাওয়া খবর অনুযায়ী, অগ্নিনির্বাপণ অভিযান চলছে এখনও।
/anm-bengali/media/media_files/2025/03/31/b677oolkuu77-803917.png)