চীনকে সাহায্য করে ভারতে অশান্তির সৃষ্টির চেষ্টা! ইউনূসের বিরুদ্ধে এল বিস্ফোরক অভিযোগ

চীনকে সাহায্য করে ভারতে অশান্তির সৃষ্টির চেষ্টা করছে বলে বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ উঠছে।

author-image
Tamalika Chakraborty
New Update
security expert

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস বলেছেন, 'ভারতের সেভেন সিস্টার্স স্থলবেষ্টিত। আমরা এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক।' এই বক্তব্য প্রসঙ্গে প্রতিরক্ষা বিশেষজ্ঞ প্রফুল্ল বকশি বলেন, "আমরা বাংলাদেশ তৈরি করেছি। বাংলাদেশ তৈরির সময় আমরা কোনও মানচিত্রগত সুবিধা গ্রহণ করিনি। বাংলাদেশ, চীন এবং পাকিস্তান সম্প্রতি চিকেন নেক (শিলিগুড়ি করিডোর) এবং ভারতকে শ্বাসরোধ করে সুবিধা নেওয়ার কথা বলে আসছে। এখন বাংলাদেশ বলছে যে চীনকে সাহায্য করতে হবে এবং শিলিগুড়ি করিডোরের উপর নির্ভরশীল সাতটি স্থলবেষ্টিত ভারতীয় রাজ্যে প্রবেশ করতে হবে। তারা বুঝতে পারছে না যে আমরা বাংলাদেশের বিপরীত দিকে একই রকম কাজ করতে পারি। আমরা সমুদ্র কেটে তাদের শ্বাসরোধ করতে পারি। ইউনূস ভাবছেন যে তিনি চীনকে সাতটি রাজ্যের জন্য সমস্যা তৈরিতে জড়িত করবেন, যা তারা ইতিমধ্যেই করছে। শুধু চীন নয়, উত্তর-পূর্বে আরও অনেক সংস্থা কাজ করছে। ভারত সরকার মিডিয়ার কাছে দৌড়ে যাবে না এবং এটি নিয়ে শব্দ করবে না; সরকার ইতিমধ্যেই পদক্ষেপে নেমে পড়েছে। এমনকি ইউনূসও জানেন ভারত কী করতে চলেছে।"

c