নিজস্ব সংবাদদাতা: তার নির্বাচনী সমাবেশে আপ সম্পর্কে প্রধানমন্ত্রী মোদীর বিবৃতি সম্পর্কে, আপের জাতীয় মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর বলেছেন, "প্রধানমন্ত্রী মোদী যখনই কথা বলেন, তখনই তিনি মিথ্যা বলেন... তিনি এমন একটি সরকারকে গালাগালি করেছেন যেটি দেশের কাছে দিল্লি মডেল উপস্থাপন করেছে... আমি মনে করি না যে কেউ বিশ্বাস করে প্রধানমন্ত্রী মোদী যা বলেন তাতে... গুজরাট নির্বাচনের আগে সিপ্লেনের একই রকম 'জুমলা' দিয়েছিলেন তিনি। কোটি কোটি টাকা খরচ হলেও তা ভেস্তে গেছে। তিনি 100টি স্মার্ট সিটির জন্য একই কথা বলেছেন। কিন্তু সে সবের কি হল?"