যুবতী সমস্যা নিজে ডেকেছিলেন! ধর্ষণের মামলায় হাইকোর্টের মন্তব্যের কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
গরম থেকে মুক্তি পেতে ক্লাসরুমের দেওয়ালে গোবর লাগালেন প্রিন্সিপাল!
পাঁচ বছরের শিশুকে খুনের প্রধান অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু! পরিচয় নিয়ে এখনও ধোঁয়াশা
'জ্বলছে বাংলা, আর হামলাকারীদেরই শান্ত হতে বলছেন মুখ্যমন্ত্রী'
ভয়ের নাম মুর্শিদাবাদ
মুর্শিদাবাদে জোড়া খুন, আসছে জাতীয় মানবাধিকার কমিশন
কলকাতার বাতাসে বিষ মেশাচ্ছে ধুলো আর ধোঁয়া সমীক্ষায় ফাঁস হল দূষণের নয়া চিত্র, বিপদের ইঙ্গিত বিশেষজ্ঞদের
ফের বিজেপির রাজ্য নেতার নামে পোস্টার!
সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে! কীসের ইঙ্গিত দিলেন কংগ্রেস নেতা

"এক হ্যায় তো নিরাপদ হ্যায়"—সমাজকে বিভক্ত করার এজেন্ডাকে শক্তিশালী আঘাত মোদীর

প্রধানমন্ত্রী মোদি বলেন, "এক হ্যায় তো নিরাপদ হ্যায়"—সমাজকে বিভক্ত করার পরিকল্পনাকে জনগণের শক্তিশালী জবাব, বিজেপি-এনডিএ-কে ব্যাপক সমর্থন দিয়েছে।

author-image
Debapriya Sarkar
New Update
Modi

নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি এক গুরুত্বপূর্ণ মন্তব্যে বলেন, "'এক হ্যায় তো নিরাপদ হ্যায়'—এর অনুভূতি তাদের শিক্ষা দিয়েছে, যারা জাতি, ধর্ম, ভাষা এবং অঞ্চলের নামে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চেয়েছে। এই ধরনের নেতাদের শাস্তি দেওয়া হয়েছে।" তিনি আরও বলেন, সমাজের প্রতিটি অংশ, বিশেষত আদিবাসী, ওবিসি, দলিত ও অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ বিজেপি-এনডিএ-কে ভোট দিয়েছে, যা কংগ্রেস এবং ভারত জোটের পুরো চিন্তাধারায় একটি শক্তিশালী আঘাত। প্রধানমন্ত্রী মোদি দাবি করেন, এই ফলাফলের মাধ্যমে সমাজকে বিভক্ত করার যেই এজেন্ডা রাজনৈতিক মহলগুলো চাপিয়ে দিয়েছিল, তা জনগণের থেকে প্রত্যাখ্যাত হয়েছে।

Modi

এছাড়া, মোদি জানিয়েছেন, এই বিজয় জাতির ঐক্য এবং সমাজের প্রতিটি অংশের সমর্থনের প্রতিফলন।