নিজস্ব সংবাদদাতা: সদ্য শেষ হয়েছে ২০২৫-এর মহাকুম্ভ। ১২ বছর পর পর অনুষ্ঠিত হয় পৃথিবীর সবচেয়ে বড় এই ধর্মীয় মেলা। গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গম প্রয়াগরাজে অনুষ্ঠিত এই মেলা। এরকমই তিন নদীর সঙ্গম রয়েছে মহারাস্ট্রের নাসিকে।২০২৭-এ নাসিকে অনুষ্ঠিত হতে চলেছে মহাকুম্ভের আদলে আরও এক মিনি কুম্ভমেলা।
/anm-bengali/media/media_files/2025/01/21/MaZXRVt8otJkZr1TLAnP.jpg)
রবিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনভিস ২০২৭ সালের জন্য নির্ধারিত নাসিক কুম্ভ মেলার প্রস্তুতি সভার জন্য ত্রিম্বকেশ্বর মন্দির নাসিকে রয়েছেন। দেখুন ছবি…।