নিজস্ব সংবাদদাতা: ওষুধের দাম বাড়ছে। অপরিহার্য ৭৪৮টি ওষুধের ক্ষেত্রে পকেট থেকে খসবে বেশি টাকা। আগামীকাল থেকে কার্যকর হবে এই বেড়ে যাওয়া দাম। ১ দশমিক ৭৪ শতাংশ দাম বেড়ে যাবে প্রতিটি ওষুধের।
/anm-bengali/media/media_files/6i65pTEqUAOAxLdUtFaJ.jpeg)
জানা গেল যে এবার রক্তচাপ, সুগার, গ্যাস, জ্বর, বমি, রক্ত পাতলা করার ওষুধ, হাঁপানি, সিজোফ্রেনিয়া, মানসিক অসুখ, এইডসের ওষুধ, সর্পাঘাতের ওষুধ, ক্যান্সার রোগীদের ব্যথা হ্রাস করার ওষুধ, স্টেরয়েড এবং জরুরি অ্যান্টিবায়োটিকের দাম বাড়ছে।