নিজস্ব সংবাদদাতা: গ্যাং সহিংসতায় বিরক্ত হাইতিয়ানরা রাস্তায় নেমেছে। হাইতির গ্যাং-অধ্যুষিত রাজধানীর রাস্তায় বুধবার হাজার হাজার মানুষ নেমে এসেছে ব্যাপক অপরাধ ও বিপদের নিন্দা জানাতে। কারণ গ্যাংগুলি আক্রমণ বাড়িয়েছে।