নিজস্ব সংবাদদাতা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্ট্রেলিয়ার রপ্তানির ওপর ১০% শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর, দেশটির শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে। বৃহস্পতিবার বাজার খোলার পরই 'ASX 200' ১৪২ পয়েন্ট অর্থাৎ ১.৭৯% কমে যায়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রযুক্তি খাত, ব্যাংকিং এবং সম্পত্তি খাত।
/anm-bengali/media/media_files/2025/03/09/XLatqocWcOhU4UwUi6Rd.jpg)
অস্ট্রেলিয়ান চেম্বার অব কমার্সের প্রধান নির্বাহী অ্যান্ড্রু ম্যাককেলার জানিয়েছেন, অন্যান্য বড় বাণিজ্য অংশীদারদের তুলনায় অস্ট্রেলিয়া তুলনামূলকভাবে কম ক্ষতির শিকার হলেও, ট্রাম্পের সিদ্ধান্তকে "বন্ধুসুলভ নয়" বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, 'ব্যবসায়ীরা সরকারের সঙ্গে মিলে এই শুল্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন।'