বিপদে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়— ট্রাম্পের প্রস্তাবে না! জানুন বিস্তারিত
ফিরছে কি লিবারেল পার্টি? আসন্ন নির্বাচনের ভবিষ্যৎবাণী নিয়ে শোরগোল
আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পেলেন ড. আম্বেদকর, নিউ ইয়র্কে ঘোষণা বিশেষ দিবস
পুতিনের মনোভাব স্পষ্ট— কূটনীতি নিয়ে বড় বার্তা দিলেন জেলেংস্কি
'আগে ইউক্রেনের পরিস্থিতি দেখে যান তারপর রাশিয়ার সাথে কথা বলুন'— ট্রাম্পকে বিরাট বার্তা জেলেনস্কির
শান্তি নাকি আপস? পুতিনকে ডেডলাইন দিলো ট্রাম্প
১৪ বছর খালি পায়ে! মোদির হাতে জুতো পরলেন রামপাল কাশ্যপ
BREAKING : ৫.২ মাত্রায় কেঁপে উঠল সান দিয়েগো! জানুন পরিস্থিতি
২০২৫ এর সবথেকে বড় হামলা—একসাথে ৩৪ জন নিহত, কি বললেন ট্রাম্প? জানুন

অবৈধ সম্পর্কের সন্দেহ, ভাড়াটিয়াকে জীবন্ত পুঁতে খুন! তিন মাস পর গ্রেফতার বাড়ির মালিক

ভাড়াটিয়াকে জীবন্ত পুঁতে খুন করার অভিযোগ উঠল ভাড়াটিয়ার বিরুদ্ধে।

author-image
Tamalika Chakraborty
New Update
dead body .jpg

নিজস্ব সংবাদদাতা: হরিয়ানার রোহতকে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড! স্ত্রীর সঙ্গে ভাড়াটিয়ার অবৈধ সম্পর্কের সন্দেহে তাঁকে ৭ ফুট গভীর গর্তে জীবন্ত পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছে বাড়ির মালিকের বিরুদ্ধে। শুধু স্বামীই নয়, এই অপরাধে তাঁকে সাহায্য করেছে আরও কয়েকজন বন্ধু। ঘটনার প্রায় তিন মাস পর মূল অভিযুক্ত ও তাঁর সহযোগীদের গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, নিহত জগদীপ পেশায় একজন যোগ শিক্ষক ছিলেন এবং ঝাজ্জর জেলার বাসিন্দা। তিনি রোহতকের মস্তনাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন ও শহরের হারদীপ নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। অভিযোগ, বাড়ির মালিকের স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল তাঁর। বিষয়টি জানতে পেরেই হরদীপ প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে।

পুলিশ জানায়, চরখি দাদরি গ্রামের পান্তাবাস এলাকায় একটি সাত ফুট গভীর গর্ত খনন করায় হরদীপ। খননকার্য চালানোর সময় স্থানীয়দের জানানো হয়েছিল, কুয়ো তৈরি করা হচ্ছে। এরপর, গত ২৪ ডিসেম্বর কাজ থেকে ফেরার পথে জগদীপকে অপহরণ করে হরদীপ ও তাঁর বন্ধুরা। তাঁকে হাত-পা বেঁধে নির্মমভাবে মারধর করা হয়। পরে মুখ বেঁধে সেই গভীর গর্তে ফেলে কাদা চাপা দিয়ে দেন অভিযুক্তরা।

Arrest

৩ জানুয়ারি জগদীপের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয় শিবাজী কলোনি থানায়। প্রথমে কোনো সূত্র না পেলেও, সম্প্রতি তাঁর কল রেকর্ড বিশ্লেষণ করে তদন্তের গতিপথ বদলায় পুলিশ। এরপরই হরদীপ ও তাঁর বন্ধু ধর্মপালকে আটক করা হয়। টানা জিজ্ঞাসাবাদের পর তাঁরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে।

সোমবার ওই গর্ত থেকে জগদীপের দেহ উদ্ধার করে পুলিশ। এখনো হরদীপের আরও কয়েকজন বন্ধুর খোঁজ চলছে। তদন্তকারীদের ধারণা, আরও এক-দুজন এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারে। তাদের সন্ধানে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ।