‘করোনার মত নয়, অথচ রয়েছে করোনারই সবকটি উপসর্গ’, বলছে চিকিৎসক

শিশুটির শ্বাস-প্রশ্বাসের সমস্যা ছিল রিপোর্টে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
virus dg1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: গুজরাটে HMPV কেস সম্পর্কে, অরেঞ্জ চিলড্রেন হাসপাতালের ডাঃ নিরভ প্যাটেল এদিন বলেন, “২ মাস বয়সী শিশুটি আমাদের কাছে ২৪ ডিসেম্বরের দিকে সর্দি, কাশি, ফ্লুর মতো লক্ষণ নিয়ে এসেছিল। সেই সাথে, শিশুটির শ্বাস-প্রশ্বাসের সমস্যা ছিল রিপোর্টে। এটা করোনার মতো ভাইরাস নয়”।

Nipa virus