নিজস্ব সংবাদদাতা:সন্ধ্যা ৬টা থেকে ছত্তিশগড়ের নারায়ণপুরের দক্ষিণ আবুজমারহ এলাকায় যৌথ নিরাপত্তা বাহিনী এবং নকশালদের মধ্যে একটি বিরতিহীন সংঘর্ষ চলছে। অপারেশন শেষ হওয়ার পর বিস্তারিত তথ্য আলাদাভাবে প্রকাশ করা হবে। চার জেলার ডিআরজি এবং এসটিএফ অভিযানে জড়িত। এই তথ্য দিলেন আইজি বস্তার পি সুন্দররাজ।