নিজস্ব সংবাদদাতা : আজ ত্রিপুরার আগরতলায় মাদক চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিশ আটজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে। এই বিষয়ে এক পুলিশকর্তা বলেন,"গত কয়েকদিন ধরেই আমরা খবর পাচ্ছিলাম যে, কিছু দুষ্কৃতী শহরের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করছে। সেই অনুযায়ী আমরা একটা পরিকল্পনা করি এবং আজ এই অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করি।"
/anm-bengali/media/media_files/G7gbgjX9bb2D1U3fy9fa.jpg)
শহরে মাদক চক্রের নেটওয়ার্ক ভাঙার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।