নিজস্ব সংবাদদাতা: ছত্তিশগড়ের ভিলাই শহরে ইডি টিমের ওপর হামলা হয়েছে। আধিকারিকরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়ি থেকে বের হওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। অভিযানের সময় তার সমর্থকদের বিক্ষোভ করতে দেখা গেছে। অভিযান শেষে ইডির দলটি বেরিয়ে আসতে শুরু করলে লোকজন তাদের ওপর হামলা চালায়।
/anm-bengali/media/media_files/vuJjB04nJsPGmTTjhSKY.jpg)
জানা গেছে যে ইডির দলকে ইট-পাথর দিয়ে আক্রমণ করা হয়েছে। তবে এই হামলায় সম্ভাব্য আহতদের তথ্য জানা যায়নি।