ঘাটতি বিদ্যুতের বিলে! এবার অন্ধকারে ডুবতে চলেছে বাংলাদেশ
চিন্ময় প্রভুকে মুক্তি না দিলে... এবার গর্জে উঠলেন বাংলাদেশের সংখ্যালঘুরা
জ্বলছে একের পর এক এলাকা! পরিস্থিতি খতিয়ে দেখতে মুর্শিদাবাদে ডিজি রাজীব কুমার
আরও উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ! গুলিবিদ্ধ কিশোরের মৃত্যু
জঙ্গিদের সমর্থন করছে.... এবার গর্জে উঠলেন এই নেতা
ভোটব্যাঙ্কের জন্য মুখ্যমন্ত্রী বাংলাকে জিহাদিদের হাতে তুলে দিয়েছেন! উঠল চাঞ্চল্যকর অভিযোগ
২০২৬ সালের ভোটকে সামনে রেখে ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে! মুর্শিদাবাদের হিংসা নিয়ে উঠল চাঞ্চল্যকর অভিযোগ
খতম জম্মুর জঙ্গলে লুকিয়ে থাকা তিন পাক জঙ্গি!
এই সংশোধিত বিলের মাধ্যমে দেশের মুসলিমরা এগিয়ে যাবেন! স্বীকার করলেন খোদ ওয়াকফ বোর্ডের চেয়ারপার্সন

BREAKING : জম্মুও-কাশ্মীরে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে বাধা : গভীর নিন্দা প্রকাশ

জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কংগ্রেস (JKNC) সভাপতি ড. ফারুক আবদুল্লাহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ কিশতওয়ারে দুই গ্রাম প্রতিরক্ষারক্ষী হত্যার ঘটনায় গভীর নিন্দা প্রকাশ করেছেন।

author-image
Debapriya Sarkar
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা : জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কংগ্রেস (JKNC) সভাপতি ড. ফারুক আবদুল্লাহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ কিশতওয়ারে দুই গ্রাম প্রতিরক্ষারক্ষী, নাজির আহমেদ ও কুলদীপ কুমারের নৃশংস হত্যার ঘটনায় গভীর নিন্দা প্রকাশ করেছেন। তারা বলেন, এই ধরনের বর্বরোচিত সহিংসতা জম্মু ও কাশ্মীরে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে এক বড় বাধা সৃষ্টি করছে।

একটি বিবৃতিতে ওমর আবদুল্লাহ এবং ড. ফারুক আবদুল্লাহ জানান, "এই হত্যাকাণ্ডের ঘটনা অত্যন্ত শোকজনক এবং এর তীব্র নিন্দা করা উচিত। এমন সহিংসতা কেবল আমাদের অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করে।" শোক প্রকাশ করে তারা মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং এই কঠিন সময়ে তাদের চিন্তা ও প্রার্থনা তাদের সঙ্গে রয়েছে বলে জানান।

এই হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা, যারা মনে করছেন যে, এই ধরনের সহিংসতা শুধু নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তোলে, বরং সাধারণ মানুষের জীবনও বিপদের সম্মুখীন করে।