নিজস্ব সংবাদদাতা : ফের এক মর্মান্তিক গণধর্ষণের ঘটনা সামনে এল ত্রিপুরার আগরতলায়। নিজের পাঁচজন বন্ধুকে সঙ্গে নিয়ে নিজেরই প্রতিবন্ধী স্ত্রীকে ধর্ষণ করলেন এক ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গেছে, এই অভিযুক্ত ব্যক্তি তার শ্বশুরবাড়িতেই থাকতেন। ঘটনার দিন, শ্বশুর-শাশুড়ি বাড়িতে না থাকায়, ওই অভিযুক্ত স্বামী ও তার পাঁচ সঙ্গী মিলে ওই নারীকে গণধর্ষণ করে।
/anm-bengali/media/media_files/tq18WpOXsYmL6ej3JTeE.jpeg)
সেইসময়ে প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিলেন। এই ঘটনার পর ওই মহিলার পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি পাঁচজনের সন্ধানে তল্লাশি চলছে।