নিজস্ব সংবাদদাতা : এবার দিল্লি সরকার রাজ্যের সমস্ত সরকারি ভবনে অগ্নি নিরাপত্তা নিরীক্ষা (Fire Audit) চালানোর নির্দেশ জারি করেছে। সরকারি নির্দেশ অনুযায়ী এই নিরীক্ষা আগামী ১৫ই এপ্রিলের মধ্যে শেষ করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (PWD)-কে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/03/09/WtguOxxCiAWZh2xfoXjq.JPG)
মূলত গ্রীষ্মকালের আগে যেকোনও ধরণের অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।